ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

রাজনীতি

সরকার মানুষের অধিকার হরণ করছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৭, জুলাই ২, ২০১৫
সরকার মানুষের অধিকার হরণ করছে আ স ম আবদুর রব

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-রব) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, কথা বলার অধিকার ও সভা সমাবেশ করার অধিকার সরকার হরণ করছে। এভাবে চলতে থাকলে দেশে জঙ্গিবাদ ও মৌলবাদের উত্থান হবে।



বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সমাজতান্ত্রিক শ্রমিক জোটের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রব।

তিনি বলেন, পুরো জাতি আজ নির্বাক। কেউ কোনো কথা বলছে না। কেউ যদি কথা বলে তাহলে তাকে জেলে দেওয়া হচ্ছে।

তিনি সরকারের অত্যাচার জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন প্রতিবাদ করার আহ্বান জানান।

জাতীয় শ্রমিক জোটের সভাপতি আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাসদ-রবের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আ ম শফিউল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।