ঢাকা: সাবেক ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে বৃহস্পতিবারের (২ জুলাই) মধ্যে গ্রেফতার করা না হলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৩ জুলাই) বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটসহ মহানগরের প্রতিটি জোনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর।
বুধবার (০১ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বারিধারার জামিয়া মাদানিয়া মাদ্রাসায় ঢাকা মহানগর হেফাজত আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচির ঘোষণা করেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির ও মহানগরের আহ্বায়ক আল্লামা নূর হোসেন কাসেমী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নূর হোসেন কাসেমী বলেন, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করলে গ্রেফতার করা হয়, কিন্তু মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করলে শাস্তির কোনো ব্যবস্থা নেই। এটা আমরা মেনে নিতে পারি না। তাই সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি বৃহস্পতিবারের মধ্যে আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হোক।
অন্যথায় শুক্রবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটসহ মহানগরীর প্রতিটি জোনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে ঢাকা মাহনগরীর সদস্য সচিব জুনায়েদ আল হাবিব, মহানগরীর নায়েবে আমির ওবায়দুল্লাহ ফারুকসহ ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জুলাই ০১, ২০১৫
এলকে/এএ