ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

রাজনীতি

জনগণকে সরকারের মুখোমুখি দাঁড় করাতেই লতিফের মুক্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৩, জুন ৩০, ২০১৫
জনগণকে সরকারের মুখোমুখি দাঁড় করাতেই লতিফের মুক্তি মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম

ঢাকা: দেশের মুসলিম সমাজকে সরকারের মুখোমুখি দাঁড় করাতেই আবদুল লতিফ সিদ্দিকীকে মুক্তি দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর)।

মঙ্গলবার (৩০ জুন) সকালে বরিশালের চরমোনাই মাদ্রাসা ময়দানে তালিম তারবিয়াতের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

তিনি বলেন, রমজান মাসেও মুসলমানদের সরকারের মুখোমুখি দাঁড় করাতে নিজেই ঘোষিত মুরতাদ আবদুল লতিফ সিদ্দিকীকে মুক্তি দিয়ে ইসলামী জনতার হৃদয়ে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে।

এ সময় তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে লতিফ সিদ্দিকীকে পুনরায় গ্রেফতার ও কঠোর শাস্তি দিতে হবে। অন্যথায় ঈমানদার জনতা ঈমানের দাবিতে ময়দানে নেমে এলে সরকারের কিছু করার থাকবে না।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
এলকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।