ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

রাজনীতি

অস্ত্রসহ গ্রেফতার নিজাম হাজারীর ২৬ অনুসারীকে আদালতে হাজির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩২, জুন ২৯, ২০১৫
অস্ত্রসহ গ্রেফতার নিজাম হাজারীর ২৬ অনুসারীকে আদালতে হাজির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: অস্ত্রসহ গ্রেফতারকৃত ফেনী-দুই আসনের সংসদ সদস্য নিজাম হাজারীর ২৬ অনুসারীকে আদালতে হাজির করেছে পুলিশ।

মামলার শুনানি থাকায় সোমবার (২৯ জুন) দুপুরে তাদের ফেনীর সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে হাজির করা হয়।



আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী বুলবুল সোহাগ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার শুনানির তারিখ থাকলেও তা হয়নি। মঙ্গলবার আসমিদের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি হওয়ার কথা রয়েছে।
 
এর আগে, চলতি মাসের ৬ জুন রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী জেলার লালপোল এলাকায় জেলা আওয়ামী লীগের গাড়িবহরে তল্লাশি চালিয়ে ১৭টি আগ্নেয়াস্ত্র ও বিপুল সংখ্যক দেশি অস্ত্রসহ নিজাম হাজারীর সমর্থক ছাত্রলীগ-যুবলীগের ২৬ নেতাকর্মীকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।