ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

রাজনীতি

সাবেক স্বাস্থ্যমন্ত্রী আজিজুরের মৃত্যুতে জাফরের শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১১, জুন ২৯, ২০১৫
সাবেক স্বাস্থ্যমন্ত্রী আজিজুরের মৃত্যুতে জাফরের শোক কাজী জাফর আহমেদ

ঢাকা: সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আজিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ ও পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার।
 
সোমবার (২৯ জুন) দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে তারা ‍এ শোক প্রকাশ করেন।



সোমবার সকাল সোয়া ১১টায় রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আজিজুর রহমান। মৃত্যুকালে  তার বয়স  হয়েছিল ৮৭ বছর। তিনি এক ছেলে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বিবৃতিতে তারা বলেন, ডা. আজিজুর রহমান ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ছিলেন অত্যন্ত সৎ এবং নীতির প্রশ্নে আপোষহীন, নিবেদিত প্রাণ। আমরা তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রুহের মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবার ও  স্বজনদের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।