ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

রাজনীতি

গাজীপুরে ছাত্রশিবিরের মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৩, জুন ২৯, ২০১৫
গাজীপুরে ছাত্রশিবিরের মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: বাজেটে শিক্ষাখাতে কর আরোপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবিরের গাজীপুর মহানগর শাখা।

সোমবার (২৯ জুন) সকাল ৯টার দিকে চান্দনা চৌরাস্তা থেকে মহানগরীর সেক্রেটারি আহমদ ইমতিয়াজের নেতৃত্বে মিছিলটি বের হয়।



মিছিলে উপস্থিত ছিলেন, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ইশমাম আব্দুল্লাহ, অফিস সম্পাদক ফজলুল হক নোমান, অর্থ সম্পাদক মিজানুর রহমান, ম‍ানবউন্নয়ন সম্পাদক গোলাম কিবরিয়া, কলেজ ও ফাউন্ডেশন সম্পাদক আরিফ রব্বানী, প্রচার সম্পাদক আশরাফুল ইসিলাম, প্রকাশনা সম্পাদক রেজাউল ইসলামসহ অন্যান্য নেতরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আহমদ ইমতিয়াজ বলেন শিক্ষাবিরোধী বাজেট
পেশ করে সরকার শিক্ষার্থীদের মৌলিক চাহিদা নিয়ে ছিনিমিনি শুরু করেছে। অবিলম্বে শিক্ষাখাতে বাজেট বৃদ্ধি ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ১০ শতাংশ ভ্যাট বন্ধ করতে হবে।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
আরএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।