ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

রাজনীতি

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার, অবরোধ-ভাংচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৭, জুন ২৮, ২০১৫
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার, অবরোধ-ভাংচুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় গোকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি মিজানুর রহমান মিজানকে গ্রেফতারের প্রতিবাদে বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা যানবাহন ভাংচুর করেন।


 
রোববার (২৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের গোকুল এলাকায় এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, দলীয় নেতাকর্মীদের গ্রেফতার ও পুলিশি হয়রানির প্রতিবাদে রোববার দুপুরের দিকে গোকুল এলাকায় বিএনপি ও দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
 
এরপর বিকেল সাড়ে ৪টার দিকে গোয়েন্দা পুলিশ মানববন্ধনের নেতৃত্বদানকারী মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করে।
 
স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে বিকেল সাড়ে ৫টার দিকে বিএনপি ও দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রায় আধঘণ্টার মতো মহাসড়ক অবরোধ করে রাখে।
 
এসময় মহাসড়কের উভয়দিকে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর ফলে জনসাধারণের চরম ভোগান্তির শিকার হতে হয়।
 
এদিকে, উত্তেজিত নেতাকর্মীরা ব্যাপকভাবে বিভিন্ন যানবাহন ভাংচুর করতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অবরোধকারীরা পালিয়ে যায়। এরপর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
 
পুলিশের হাতে গ্রেফতার হওয়া মিজানের বিরুদ্ধে অন্তত ২০টি মামলা রয়েছে বলে জানা গেছে।
 
এ বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) আরিফুর রহমান মন্ডলকে রাত ৮টা পাঁচ মিনিটে ফোন করা হলে তিনি বাংলানিউজকে জানান, তিনি ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে মিটিংয়ে রয়েছেন। এ বিষয়ে পরে কথা বলবেন।
 
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
এমবিএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।