ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

রাজনীতি

বগুড়ায় মহিলা জামায়াত নেত্রীসহ আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২০, জুন ২৮, ২০১৫
বগুড়ায় মহিলা জামায়াত নেত্রীসহ আটক ৫ ছবি: প্রতীকী

বগুড়া: বগুড়া শহরের এরুলিয়া এলাকায় গোপন বৈঠক চলাকালে অভিযান চালিয়ে মহিলা জামায়াতের নেত্রী তাসলিমাসহ ৫ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে সংগঠনের ২০টি বই জব্দ করা হয়।


 
রোববার (২৮জুন) দুপুর দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা ও সদর থানা পুলিশের সদস্যরা এ অভিযান পরিচালনা করে।
 
আটককৃতরা হলেন- বগুড়া জেলা জামায়াতের কর্ম পরিষদ নেত্রী সদর উপজেলার এরুলিয়ার আব্দুল মজিদের স্ত্রী তাসলিমা (৫২), মহিলা জামাতের সদস্য (রুকন) এরুলিয়া পুর্বপাড়ার মাওলানা আব্দুল গফুরের স্ত্রী নিলুফা ইয়াসমিন (৪০), মহিলা জামাতের কর্মী এরুলিয়া খাঁ পাড়ার সুলতানের স্ত্রী জাকেয়া (৪২), মহিলা জামাতের সদস্য (রুকন) এরুলিয়া মন্ডলপাড়ার আবু বক্করের স্ত্রী রেহেনা (৪৫) ও মহিলা জামায়াত কর্মী এরুলিয়া পূর্বপাড়ার মৃত রায়হানের স্ত্রী পিয়ারা ওরফে সুমাইয়া (৪৫)।  
 
বগুড়ার পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামানের বরাত দিয়ে সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমান বিকেল পৌনে ৫টায় সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
 
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘন্টা, জুন ২৮, ২০১৫
এমবিএইচ/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।