ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

রাজনীতি

খালেদাকে প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৪, জুলাই ১৪, ২০১৫
খালেদাকে প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান

ঢাকা: খালেদা জিয়া বোমা মেরে মানুষ হত্যা করেন। তাকে মানুষ হত্যার প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।



মঙ্গলবার (১৪ জুলাই) ধানমন্ডির সোবহানবাগে ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শহীদ পরিবারের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা শাজাহান। তৃণমূল আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

শাজাহান খান বলেন, খালেদা জিয়া আন্দোলনের নামে মানুষ হত্যা করে বাড়িতে চলে গেছেন। তার বিচার হতে হবে। তা না হলে দেশে জঙ্গি তৎপরতা বন্ধ হবে না।

মন্ত্রী বলেন, তিনি (খালেদা জিয়া) জঙ্গিদের লালন পালন করেন। উনি জামায়াত ছাড়তে পারবেন না। এদেরও লালন পালন করেন। জ্বালা পোড়াও করে ক্ষমতায় যেতে চান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তৃণমূল আওয়ামী লীগের সভানেত্রী শাহনাজ হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক আসাদ চৌধুরী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট ইসমত কাদির গামা প্রমুখ

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
এমএম/কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।