ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

রাজনীতি

অর্থনৈতিকভাবে পাকিস্তান থেকে বাংলাদেশ এগিয়ে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৮, জুন ২৭, ২০১৫
অর্থনৈতিকভাবে পাকিস্তান থেকে বাংলাদেশ এগিয়ে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরসরাই (চট্টগ্রাম): বর্তমানে পাকিস্তান থেকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

শনিবার (২৭ জুন) সকালে চট্টগ্রামের মিরসরাই পৌরসভার ২০১৫-২০১৬ অর্থবছরে বাজেট ঘোষণা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।



এরআগে পৌরসভার সভাকক্ষে ২০১৫-২০১৬ অর্থবছরে ২০ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। পাকিস্তানের সাথে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করলেও বর্তমানে পাকিস্তান থেকে আমরা প্রবৃদ্ধিতে অনেক এগিয়ে।

গৃহায়ন মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন হয়। বিএনপি-জামায়াত ধর্মের নামে রাজনীতি করলেও তারা ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিমুখ।

মেয়র শাহজাহানের সভাপতিত্বে এবং কাউন্সিলর নুরুন নবীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসমিন শাহীন কাঁকলী, উত্তর জেলা আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা মহিউদ্দিন রাশেদ, নুরুল হুদা, মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক জাফর ইকবাল, কাউন্সিলর শাখের ইসলাম রাজু, আব্দুল কাইয়ুউম, কাউন্সিলর শাহানা আক্তার, পৌর সহ প্রকৌশলী সমর মজুমদার, সচিব সমর কান্তি চাকমা।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।