ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

রাজনীতি

পায়ের ব্যথায় চিকিৎসকের শরণাপন্ন শমসের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৬, জুন ২৭, ২০১৫
পায়ের ব্যথায় চিকিৎসকের শরণাপন্ন শমসের শমসের মবিন চৌধুরী

ঢাকা: পায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করায় চিকিৎসকের শরণাপন্ন হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শমসের মবিন চৌধুরী।
 
পায়ের ব্যথা নিয়ে শনিবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আসেন তিনি।

সেখানে অর্থোপেডিকসের প্রধান ডা. আমিনুল হাসানের কাছ থেকে পরামর্শ নেন।
 
জানা গেছে, টানা সাড়ে ৪ মাস কারাবন্দি থাকা অবস্থায় শমসের মবিনের পায়ের পুরনো ব্যথাটা বেড়ে যায়। কারাগারেই কয়েক দফা চিকিৎসক দেখান তিনি।
 
বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান শনিবার বিকেলে ডা. আমিনুল হাসানের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, যেহেতু শমসের মবিন চৌধুরী পায়ের অপারেশন করিয়েছিলেন সুইরাজল্যান্ডে, সেহেতু তার পায়ের বর্তমান পরিস্থিতি তাদের (সুইজারল্যান্ড) জানাতে হবে। এরপর বাংলাদেশের চিকিৎসকরা শমসের মবিনের চিকিৎসা দেবেন।
 
প্রসঙ্গত, কারামুক্তির পর অনেকটা পর্দার অন্তরালে রয়ে যান বিএনপির কূটনৈতিক কোরের প্রভাবশালী নেতা শমসের মবিন চৌধুরী।

গত এক মাসে দলের রাজনৈতিক কর্মসূচিতে তাকে তেমন একটা দেখা যায়নি।
 
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
এজেড/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।