ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

রাজনীতি

রোববার দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৩, জুন ২৭, ২০১৫
রোববার দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ কর্মসূচি

ঢাকা: ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে গণবিরোধী অ্যাখা দিয়ে এর প্রতিবাদে ২৮ জুন (রোববার) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২৭ জুন) দুপুরে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ কর্মসূচির কথা জানান।



বিবৃতিতে তিনি বলেন, সরকার চলতি ২০১৫-১৬ সালের জন্য যে জাতীয় বাজেট ঘোষণা করেছে তা জনগণের স্বার্থবিরোধী। এ বাজেটের মাধ্যমে সরকারি দলের লোকদের ও সরকারি কর্মচারীদের তুষ্ট করার চেষ্টা করা হয়েছে।

বাজেটে সাধারণ জনগণের স্বার্থ উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
 
ঘোষিত বাজেটকে ‘ঘাটতি’ ও ‘ঋণ নির্ভর’ বাজেট উল্লেখ করে শফিকুর রহমান বলেন, সরকার বিশাল অঙ্কের বাজেট ঘোষণা করলেও তা বাস্তবায়নের কোনো দিক নির্দেশনা নেই। দেশের বর্তমান নাজুক অর্থনৈতিক অবস্থায় এ বাজেট বাস্তবায়ন করা সরকারের পক্ষে সম্ভব নয়।
 
বিবৃতিতে তিনি প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিকের সমালোচনা করে বলেন, সরকার কৃষি ও জনস্বাস্থ্যখাতে ভর্তুকি দেয়নি। শিক্ষা প্রতিষ্ঠানের ওপর ভ্যাট বসিয়েছে।

প্রস্তাবিত জনস্বার্থ বিরোধী বাজেটের প্রতিবাদে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ২৮ জুন (রোববার) দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করছি।

বিবৃতিতে ঘোষিত কর্মসূচি সফল করার জন্য জামায়াতের সব শাখার নেতাদের আহ্বান জানানোর পাশাপাশি দেশবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুন ২৭,২০১৫/আপডেট:১৫৩৭ ঘণ্টা
এলকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।