ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

রাজনীতি

বৃহস্পতিবার টাঙ্গাইলে ছাত্রলীগের হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩২, জুন ২৪, ২০১৫
বৃহস্পতিবার টাঙ্গাইলে ছাত্রলীগের হরতাল

টাঙ্গাইল: টাঙ্গাইল জেলায় বৃহস্পতিবার (২৫ জুন) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা।

বুধবার (২৪ জুন) সন্ধ্যায় পদবঞ্চিত নেতাকর্মীরা শহরে একটি বিক্ষোভ মিছির বের করে।



মিছিল শেষে শহরের জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে। এসময় তারা বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা হরতালের ডাক দেন।

সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেল, যুগ্ম সম্পাদক মির্জা রানা ও সফিউল আলম মুকুলসহ পদবঞ্চিত অন্যান্য নেতারা। এসময় তারা হরতাল পালনের আহ্বান জানান।

টাঙ্গাইল জেলা ছাত্রলীগের পুরাতন কমিটি বিলুপ্তি করে ইসতিয়াক আহম্মেদ রাজিবকে সভাপতি ও শামিম আল মামুনকে সাধারণ  সম্পাদক করে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

বুধবার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নতুন কমিটির ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।