ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

রাজনীতি

বগুড়ায় আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৬, জুন ২৩, ২০১৫
বগুড়ায় আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় বাংলাদেশ আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ১২টার দিকে শহরের টেম্পল রোডের দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

যা শহরের সাতমাথাসহ গুরুত্বপ‍ূর্ণ সড়ক ঘুরে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

এর আগে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, যুগ্ম সম্পাদক টি জামান নিকেতা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমান দুলু, সাধারণ সম্পাদক জাকির হোসেন নবাব বক্তব্য রাখেন।

সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

১৯৪৯ সালের এ দিনে রাজধানীর পুরান ঢাকার রোজ গার্ডেনের এক সমাবেশ থেকে আত্মপ্রকাশ করে ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটি।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
এমবিএইচ/এসএন/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।