ঢাকা: ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২২ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ অভিনন্দন জানান।
বিবৃতিতে তিনি বলেন, ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট দল দাপুটে ক্রিকেট খেলে এ সাফল্য অর্জন করেছে। এ বিজয়ের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট
দল এক গৌরবময় ইতিহাস গড়লো। বাংলাদেশ ক্রিকেট দল দেশের সাড়ে ১৬ কোটি মানুষের মুখ উজ্জ্বল করেছে। তাদের জন্য জাতি গর্বিত।
বিবৃতিতে তিনি বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার, কোচ, ক্রিকেট বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানানোর পাশাপাশি ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য, উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুন ২২, ২০১৫
এলকে/এএ