ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

রাজনীতি

নাশকতার ৯ মামলা

দায়রা আদালতেও পাপিয়ার জামিন নামঞ্জুর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৯, জুন ২২, ২০১৫
দায়রা আদালতেও পাপিয়ার জামিন নামঞ্জুর সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া

ঢাকা: নাশকতার নয় মামলায় জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেত্রী সৈয়দা আসিফা আশরাফী পাপিয়ার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন ঢাকার জেলা ও দায়রা জজ আদালত।

সোমবার (২২ জুন) শুনানি শেষে এ আবেদন নামঞ্জুর করেন জেলা ও দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা।

আদালতে জামিনের আবেদন ও এর পক্ষে শুনানি করেন তার আইনজীবী ইকবাল হোসেন।  

চলতি বছরের শুরুতে (জানুয়ারি থেকে মার্চ) ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে জ্বালাও-পোড়াও ও নাশকতার অভিযোগে ওই ৯টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে রয়েছে পল্টন থানার ৫টি, মিরপুরের ৩টি এবং লালবাগের ১টি মামলা।

গত ১৬ জুন বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করে জামিন চান পাপিয়া। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান, মারুফ হোসেন ও মাহবুবুর রহমান পৃথক পৃথক ভাবে আদেশ দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

পাপিয়ার পক্ষে শুনানি করেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট গোলাম মোস্তফা খান, মোহসীন মিয়া, মাসুদ অাহমেদ তালাকদার ও কাজী নজিব উল্লাহ হিরু।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জুন ২২, ২০১৫
এমআই/এএএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।