ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

রাজনীতি

ভারতের বিপক্ষে সিরিজ জয়

ক্রিকেট দলকে খালেদার অভিনন্দন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩২, জুন ২১, ২০১৫
ক্রিকেট দলকে খালেদার অভিনন্দন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভারতের বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
 
রোববার (২১  জুন) রাতে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের বিজয় নিশ্চিত হওয়ার পরপরই বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানান তিনি।



এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের এ সাফল্যের জন্য খালেদা জিয়া দলের খেলোয়াড়, ম্যানেজার, কোচ এবং দর্শক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ৭৯ রান এবং দ্বিতীয় ম্যাচে ছয় উইকেটে জয়লাভ করে ইতিহাস সৃষ্টি করে। ভারতের বিপক্ষে এটিই প্রথম সিরিজ জয়।

বাংলাদেশ সময়: ২৩৩২ ঘণ্টা, জুন ২১, ২০১৫
কেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।