সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতক উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় স্থানীয় আওয়ামী লীগের এক নেতাসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২০ জুন) সন্ধ্যায় উপজেলার গোবিন্দগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ নেতা আমির আলীর নাম জানা গেছে। অপর দু’জনের নাম-পরিচয় জানা যায়নি।
পরে, রাত ৮টার দিকে ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মাছুম বিল্লাহর নেতৃত্বে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা আমির আলীর দোকান থেকে একটি শটগান, পাঁচটি রাম দা, ১২টি লোহার পাইপ ও ১৪টি লাঠি উদ্ধার করে পুলিশ।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ১৮ জুন দুপুরে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ হয়। সন্ধ্যায় এ ঘটনায় দায়ের করা মামলার আসামি আওয়ামী লীগ নেতা আমির আলীসহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ।
পরে, ছাতক উপজেলা সহকারি কমিশনার মুহাম্মদ মাছুম বিল্লাহর নেতৃত্বে গোবিন্দগঞ্জে আমির আলীর দোকানে তল্লাশি চালায় পুলিশ। এ সময় একটি শটগানসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার হয় বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, জুন ২০, ২০১৫
এমজেড