ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

রাজশাহীতে জামায়াত নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৪, জুন ১৬, ২০১৫
রাজশাহীতে জামায়াত নেতা গ্রেফতার

রাজশাহী: হরতাল-অবরোধের সময় নাশকতা সৃষ্টির অভিযোগে দায়ের হওয়া মামলায় রাজশাহীর পূর্ব জেলা জামায়াতের আমির মোস্তফা জালালকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।



রাজশাহীর পুঠিয়া থানার পরিদর্শক (ওসি,তদন্ত) হাফিজুর রহমান হাফিজ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজশাহী পূর্ব জেলা জামায়াতের আমির মোস্তফা জালালের বিরুদ্ধে থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে। দীর্ঘদিন থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

‘আজ (মঙ্গলবার) আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিল রায়কে কেন্দ্র করে নেতাকর্মীদের জড়ো করে আবারও নাশকতার চেষ্টা করছিলেন তিনি। গোপনে খবর পেয়ে নাশকতার আগেই তাকে গ্রেফতার করা হয়,’ বলেন তিনি।

হাফিজ বলেন, বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিকেলের মধ্যেই নাশকতার মামলায় আদালতে পাঠানো হবে।

এদিকে জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের ফাঁসির রায় বহালের প্রতিবাদে নগরের সপুরা এলাকায় ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবির।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ