ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

পুরনো পথেই সংবাদপত্র: খালেদা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৮, জুন ১৫, ২০১৫
পুরনো পথেই সংবাদপত্র: খালেদা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: ১৫ জুনকে বাংলাদেশের সংবাদপত্র জগতের কালো দিন আখ্যা দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, এখনও সেই পুরনো পথে সংবাদপত্র-সাংবাদিক নির্যাতন চালিয়ে যাচ্ছে বর্তমান আওয়ামী লীগ সরকার।

সোমবার (১৫ জুন) সংবাদ মাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ কথা বলেন।



খালেদা জিয়া বলেন, ১৯৭৫ সালের ১৫ জুন বাক-স্বাধীনতা রুদ্ধের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসে একটি কালো দিন। এদিনে তৎকালীন একদলীয় বাকশাল সরকার তাদের অনুগত ৪টি সংবাদপত্র রেখে বাকিগুলো বন্ধ করে মুক্তচিন্তা-মত প্রকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। ফলে বিভিন্ন সংবাদপত্রে কর্মরত অসংখ্য সংবাদকর্মী চাকরি হারান, অনিশ্চিত হয়ে পড়ে তাদের রুজি-রোজগার ও সন্তানদের ভবিষ্যৎ।

বিএনপি চেয়ারপারসন অভিযোগ করেন, বর্তমান আওয়ামী সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে নষ্ট করে তাদের পুরনো পথেই আবার যাত্রা শুরু করেছে। সংবাদপত্র ও সাংবাদিকদের ওপর অব্যাহত জুলুম, নিয়ন্ত্রণ ও খবরদারি চালিয়ে যাচ্ছে তারা। প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সংবাদকর্মীদের ওপর নির্যাতন ও হত্যা অব্যাহত রেখেছে। অনেক ক্ষেত্রে বিচারও হচ্ছে না। সাগর-রুনীর হত্যাকাণ্ডের বিচার না হওয়াও এর অন্যতম উদাহরণ।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল সরকারের সব রকম অগণতান্ত্রিক কালো ধারা বাতিল করে সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত করেছিন বলেও দাবি করেন খালেদা জিয়া।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ