ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

রাজবাড়ীতে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৩, জুন ১৪, ২০১৫
রাজবাড়ীতে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪

রাজবাড়ী: রাজবাড়ী জেলা সদরের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলে আইয়ুব-বাদশা পরিষদ এবং দরবেশ মণ্ডল-পলাশ পরিষদের দু’গ্রুপের সংঘর্ষে চারজন আহত হয়েছেন।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।



আহতরা হলেন- আইয়ুব-বাদশা পরিষদের, কৃষকলীগ জেলা কমিটির সহ-সভাপতি আবুল কালাম আজাদ(৫১), জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য জে চৌধুরী (৪৮), আওয়ামী লীগ কর্মী মো. রফিকুল ইসলাম রফিক (৪৮) ও খন্দকার শফিকুল ইসলাম (৫৪)।

স্বেচ্ছাসেবক লীগের সদস্য জে চৌধুরী বাংলানিউজকে জানান, রোববার জেলা সদরের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিল হচ্ছিলো শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে। কাউন্সিলের এক পর্যায়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় বেশ কয়েকজন আহত হন। আহতরা বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।