ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

রংপুরে আ’লীগের ২ পক্ষে সংঘর্ষে, আহত ১৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৮, জুন ১৪, ২০১৫
রংপুরে আ’লীগের ২ পক্ষে সংঘর্ষে, আহত ১৫ ছবি: প্রতীকী

রংপুর: রংপুরে আওয়ামী লীগের ২ পক্ষের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।

রোববার (১৪ জুন) দুপুরে পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবারী এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় বেশ ক’টি বাড়ি ভাঙচুরেরও ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভেন্ডাবারী ইউনিয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম পচার ভাতিজা বউ শারমিন আক্তার তার মেয়েকে স্কুলে পৌঁছে দিতে আসেন। সেখান থেকে ভেন্ডবারী ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আলমের বাড়িতে গেলে তার সঙ্গে কথা কাটাকাটি হয়।

তবে মঞ্জুরুল আলম ও তার স্ত্রী মারধর করেছেন এমন অভিযোগ করেন শারমিন আক্তার।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, সংবাদ পেয়ে ভেন্ডাবারী ইউনিয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম উপস্থিত হলে সেখানে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় বেশ ক’টি বাড়ি ভাঙচুরও চালায় তারা। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন।

এদের মধ্যে ৫ জন পীরগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন জানান, ভ‍ুল বোঝাবুঝি থেকে সামান্য অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।