ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

জয়পুরহাট স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৩, জুন ১৩, ২০১৫
জয়পুরহাট স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

জয়পুরহাট: উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দীর্ঘ ১০ বছর পর জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবকলীগ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্ধোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাউছার।



জেলা সভাপতি কে এম শহীদ ইকবাল সদুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিম। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

স্বেচ্ছাসেবক লীগ নেতা খোরশেদ আলম সৈকতের পরিচালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খাইরুল হাসান জুয়েল, অ্যাডভোকেট সামছুল আলম দুদু, জেলা পরিষদের প্রশাসক এসএম সোলামান আলী, আওয়ামী লীগ নেতা গোলাম মাহফুজ চৌধুরী।  

পরে বিকেলে সার্কিট হাউসে কাউন্সিল অধিবেশনে এ ই এম মাসুদ রেজাকে সভাপতি ও খোরশেদ আলম সৈকতকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।