ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

গাজীপুরে জামায়াত-শিবিরের ৩৫ নেতাকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪২, জুন ১১, ২০১৫
গাজীপুরে জামায়াত-শিবিরের ৩৫ নেতাকর্মী আটক ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুরে একটি চাইনিজ রেস্টুরেন্টে গোপন বৈঠক করার সময় মহানগর জামায়াতের সেক্রেটারি খায়রুল হাসানসহ ৩৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টার দিকে জয়দেবপুরের শিববাড়ি এলাকার ওই রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়।



জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। থানায় এনে জিজ্ঞাসাদের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ৮টার দিকে জয়দেবপুর শহরের শিববাড়ি মোড় এলাকায় ইউরো বাংলা চাইনিজ রেস্টুরেন্টে জামায়াত শিবিরের নেতাকর্মীরা প্রবেশ করতে থাকেন। সংবাদ পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ওই রেস্টুরেন্টে রাত ৯টার দিকে অভিযান চালায়। আটককৃতদের মধ্যে গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি খায়রুল হাসান রয়েছেন।

সরকারি গোয়েন্দা সূত্র বলছে, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোঃ মুজাহিদের যুদ্ধাপরাধ মামলার রায়কে সামনে রেখে নাশকতা সৃষ্টির জন্য জামায়াত-শিবির ওই গোপন সভা করেছিল।

বাংলাদেশ সময়: ২২১৪ ঘন্টা, জুন ১১, ২০১৫
কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ