ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০০, জুন ১১, ২০১৫
দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ শনিবার

ঢাকা: সংগঠনের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও দলের শীর্ষ নেতারাসহ আটক সব নেতাকর্মীদের মুক্তির দাবিতে শনিবার (১৩ জুন) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত।
 
বৃহস্পতিবার (১১ জুন) রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ কর্মসূচির ঘোষণা দেন।



‘আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার’ উল্লেখ করে বিবৃতিতে তিনি অভিযোগ করেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসা থেকে জামায়াত ইসলামীকে নিশ্চিহ্ন করার যে ষড়ষন্ত্র করছে তার অংশ হিসেবেই মুজাহিদসহ সংগঠনের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সঙ্গে কারাগারে বন্দি করে রাখা হয়েছে।

বিবৃতিতে তিনি শনিবারের ঘোষিত বিক্ষোভ কর্মসূচি সারাদেশে শান্তিপূর্ণভাবে সফল করতে জামায়াতের নেতাসহ দেশবাসীর সহযোগিতা চান।
 
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, জুন ১১, ২০১৫
এলকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ