ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

‘খালেদা জিয়াকে বাদ দিলে দেশ জঙ্গিমুক্ত থাকবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩০, জুন ১১, ২০১৫
‘খালেদা জিয়াকে বাদ দিলে দেশ জঙ্গিমুক্ত থাকবে’ ছবি: দীপুু / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: খালেদা জিয়াকে রাজনীতি থেকে বাদ দিলে দেশ জঙ্গিমুক্ত ও নিরাপদ থাকবে বলে মন্তব্য করেছেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যা ৬টার দিকে জাতীয় প্রেসক্লাবে কমরেড সুখেন্দু দস্তিদারের (বশির ভাই) ৩৭ তম স্মরণসভায় প্রধান ‍অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।



তথ্যমন্ত্রী বলেন, সুখেন্দু দস্তিদার আজীবন সংগ্রামী ছিলেন। তিনি শোষণের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়ে গেছেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ও খালেদা জিয়াকে যারা এক পাল্লায় মাপেন তারা প্রকৃতপক্ষে খালেদা জিয়াকেই সমর্থন করেন। খালেদা জিয়া জঙ্গি উৎপাদনকারী। তাকে বর্জন না করলে গণতন্ত্র রক্ষা পাবে না।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক  দিলীপ বড়ুয়ার  সভাপতিত্বে এ সভায় আরও  বক্তব্য রাখেন সাম্যবাদী দলের পলিট ব্যুরো সদস্য লু‍ৎফর রহমান, গণতন্ত্রী পার্টির সেক্রেটারি ডা. শাহাদাত হোসেন, কম্যুনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, জুন ১১, ২০১৫
আইএ/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ