ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

হাজারীবাগে বিস্ফোরকসহ ছাত্রদলের নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:১৪, জুন ১০, ২০১৫
হাজারীবাগে বিস্ফোরকসহ ছাত্রদলের নেতা গ্রেফতার ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর হাজারীবাগে বিস্ফোরক মামলায় স্থানীয় ছাত্রদল নেতা মহিউদ্দিন আহম্মেদ ওরফে রাজিবকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৯ জুন) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

গ্রেফতারকৃত রাজিব হাজারীবাগ থানাধীন ১৫নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক।

হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, হাজারীবাগ থানা পুলিশ মোহাম্মদপুর থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে সোমবার দিবাগত রাত ১১টা ২০ মিনিটে মোহাম্মদপুর থানার এশিয়ান কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতাল (হাউজ নং-৩/৩, ব্লক-বি, লালমাটিয়া) আসামি রাজিবের অফিস কক্ষ হতে ১৫০০ গ্রাম গান পাউডার ও গন্ধক উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, জুন ১০, ২০১৫
এসজেএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ