ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

এরশাদের সিলেট সফর স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৬, জুন ১০, ২০১৫
এরশাদের সিলেট সফর স্থগিত হুসেইন মুহম্মদ এরশাদ

সিলেট: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বুধবারের (১০ জুন) সিলেট সফর স্থগিত করা হয়েছে।

বরিশাল থেকে ঢাকা ফেরার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।



জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী এটিইউ তাজ রহমান মঙ্গলবার (০৯ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেন। বুধবার (১০ জুন) এরশাদের সিলেট হয়ে সুনামগঞ্জ সফরের কথা ছিল।

এটিইউ তাজ রহমান আরও বলেন, পার্টির চেয়ারম্যান সুস্থ হওয়ার পর পরবর্তীতে সফরসূচি পুনরায় নির্ধারণ করা হবে।

বাংলাদেশ সময়: ০২০৮ ঘন্টা, জুন ১০, ২০১৫
এনইউ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ