ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

জয়পুরহাটে যুবলীগ কার্যালয় ভাঙচুর, আহত ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২২, জুন ৯, ২০১৫
জয়পুরহাটে যুবলীগ কার্যালয় ভাঙচুর, আহত ১২

জয়পুরহাট: জয়পুরহাট সদরের মোহাম্মদাবাদ ইউনিয়ন যুবলীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১২ যুবলীগ কর্মী ও সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।



সোমবার ( ০৮ জুন ) দিনগত রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সদরের গণকবাড়ী পূর্ব পারুলিয়া এলাকার আজিজার ও আনোয়ার নামে দুই বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে জয়পুরহাট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমন কুমার সাহা বাংলানিউজকে জানান, মোহাম্মদাবাদ ইউনিয়ন যুবলীগের কার্যালয়ে ‘সদর উপজেলা যুবলীগের সম্মেলন’ প্রস্তুতি সভা চলাকালে স্থানীয় জামায়াত-বিএনপির কর্মীরা হামলা চালায় এবং অফিস ভাঙচুর করে। এ ঘটনায় আজিজুল হাকিম (২২), সুমন হোসেন (২৩), রনি আহম্মেদ (২৪), সোহেল রানা (২২) ও সাইদুল ইসলামসহ মোট ১২ জন যুবলীগ কর্মী আহত হন। তাদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগের প্রেক্ষিতে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা ফোন রিসিভ করেননি।

মঙ্গলবার ভোরে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ফার্মাসিস্ট মোয়াজ্জেম হোসেন বাংলানিউজকে জানান, রাতে ১২ জন ভর্তি হয়েছিলেন। পরে চিকিৎসা শেষে কয়েকজন হাসপাতাল ত্যাগ করেছেন।

বাংলাদেশ সময়: ০৭২১ ঘণ্টা, জুন ০৯, ২০১৫
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ