ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

সিলেটে যুবদল নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৯, জুন ৮, ২০১৫
সিলেটে যুবদল নেতা গ্রেফতার কামরুল হাসান শাহীন

সিলেট: একাধিক মামলার আসামি সিলেট মহানগর যুবদল নেতা কামরুল হাসান শাহীনকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ।

সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর ইলেক্ট্রিক সাপ্লাই সড়কের কলবাখানি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।



সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, দেশব্যাপী অবরোধ চলাকালে নাশকতার ঘটনায় দ্রুত বিচার ও বিস্ফোরক আইনে তিনটি মামলায় পলাতক ছিলেন শাহীন।  

সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ২১০০ ঘন্টা, জুন ০৮, ২০১৫
এনইউ/কেএইচ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ