ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

সাগরে ভাসমানদের উদ্ধার তৎপরতা, জামায়াতের অভিনন্দন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫০, মে ২০, ২০১৫
সাগরে ভাসমানদের উদ্ধার তৎপরতা, জামায়াতের অভিনন্দন

ঢাকা: সাগরে ভাসমান মানুষদের আশ্রয়ে ফিলিপাইন সরকারের সহযোগিতা ও বিভিন্ন দেশে বাংলাদেশিদের ফিরিয়ে আনার ব্যাপারে জাতিসংঘের আশ্বাসসহ উদ্ধার তৎপরতাকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২০ মে) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ অভিনন্দন জানান।



বিবৃতিতে তিনি বলেন, সাগরে ভাসমান বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের উদ্ধার এবং আশ্রয় দেওয়ার ব্যাপারে ফিলিপাইন সরকার সহযোগিতার আশ্বাস দিয়েছে। আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনার ব্যাপারে ইতিবাচক ঘোষণা দিয়েছে জাতিসংঘ। উদ্ধার তৎপরতার মাধ্যমে প্রায় সাত হাজার অভিবাসন প্রত্যাশীকে সাময়িক আশ্রয় দিতে সম্মত হয়েছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। আন্তর্জাতিক মহলের এসব উদ্যোগকে আমরা অভিনন্দন জানাই।

বিবৃতিতে, সাগরে ভাসমান বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গা অভিবাসীদের দ্রুত উদ্ধার এবং পুনর্বাসনের ব্যাপারে বাস্তব ও কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, মে ২০,২০১৫
এলকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।