ঢাকা: নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ ঘোষণা অপরিপক্ক ও আংশিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মতে, এতে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেনি।
নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপের ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া (২৮ আগস্ট) বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপের ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন।
তিনি বলেন, নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ গতানুগতিক এবং কিছুটা বিভ্রান্তিমূলক। তিনি আরও উল্লেখ করেন যে, জাতির প্রত্যাশা আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। কিন্তু কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে তা এখনো ঠিক হয়নি। এমনকি জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান এবং এর বাস্তবায়নের প্রক্রিয়াও চূড়ান্ত হয়নি। এ অবস্থায় এ রোডম্যাপ ঘোষণা অপরিপক্ক ও আংশিক। এতে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেনি।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার প্রয়োজনে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা উচিত ছিল বলে আমরা মনে করি।
টিএ/জেএইচ