ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

সভাপতিকে লাঞ্ছিত করায় জবি ছাত্রলীগ নেতা বহিষ্কার

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১২, মে ২০, ২০১৫
সভাপতিকে লাঞ্ছিত করায় জবি ছাত্রলীগ নেতা বহিষ্কার

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলামকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া ও গালিগালাজ করায় শাখা ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক আনিসুর রহমান শিশিরকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বুধবার (২০ মে) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আনিসুর রহমান শিশিরকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।



এর আগে মঙ্গলবার (১৯ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের সামনে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় শরীফুল ইসলামকে ধাক্কা দিয়ে মেঝে ফেলে দেন আনিসুর রহমান শিশির।

তবে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে ওইদিন বিকেলে বাংলানিউজকে বলেন শরীফুল ইসলাম ।

এদিকে, শিশিরের বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বহিষ্কারের কারণ আমার জানা নেই। কেন্দ্রীয় ছাত্রলীগ তা বলতে পারবে।

এ ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সস্পাদক সিদ্দিকী নাজমুল আলম বাংলানিউজকে বলেন, সংগঠন বিরোধী আচরণ করায় শিশিরকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মে ২০, ২০১৫ ইং
আইএএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।