ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

‘খালেদার নির্দেশে আত্মগোপনে ছিলেন সালাহউদ্দিন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২০, মে ১৯, ২০১৫
‘খালেদার নির্দেশে আত্মগোপনে ছিলেন সালাহউদ্দিন’ ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: খালেদা জিয়ার নির্দেশে সালাহউদ্দিন আহমেদ আত্মগোপনে গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণ-দুর্যোগ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
 
সালাহউদ্দিন আহমেদকে আত্মগোপনে রেখে বিএনপি দেশকে অস্থিতিশীল করতে চেয়েছে বলেও অভিযোগ করেন মায়া।



মঙ্গলবার (১৯ মে) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় এ মন্তব্য করেন তিনি।

মায়া বলেন, খালেদা জিয়ার নির্দেশে সালাহউদ্দিন আহমেদ আত্মগোপনে গিয়েছিলেন। এখন আবার খালেদা জিয়ার নির্দেশেই ভারতে গিয়ে নাটক করছেন।

তিনি বলেন, সালাহউদ্দিন আহমেদের বিষয়ে প্রতিদিন সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতো বিএনপি, তাকে সরকার গুম করেছে। যখন সালাহউদ্দিনকে পাওয়া গেলো তখন কেন তাদের মুখে কুলুপ আটকালো। জনগণ এ রহস্য জানতে চায়।
 
খালেদা জিয়া ও বিএনপির রাজনীতির কোমর ভেঙে গেছে মন্তব্য করে মায়া বলেন, নেতৃত্বের অদক্ষতার কারণেই তাদের এ অবস্থা।
 
খালেদা জিয়াকে নাটক ছেড়ে মূল রাজনীতিতে ফিরে আসার আহবান জানান মায়া।
 
ভারতের লোকসভায় সীমান্ত ‍ চুক্তি অনুমোদন, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীদের বিজয় ও যুক্তরাজ্য পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী বঙ্গবন্ধুর নাতনি ও শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকীসহ বাংলাদেশি বংশোদ্ভুত তিন নারীকে অভিনন্দন জানিয়ে আগামী ২২ মে বিজয় ৠালি করবে ঢাকা মহানগর আওয়ামী লীগ। ৠালিকে সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নিতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয় বর্ধিত সভা থেকে।
 
সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এমএ আজিজ।
 
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মে ১৯, ২০১৫
এমইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।