ঢাকা, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

‘তারা দলীয় সিদ্ধান্তে ভোট বর্জন করেছেন’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৮, এপ্রিল ২৮, ২০১৫
‘তারা দলীয় সিদ্ধান্তে ভোট বর্জন করেছেন’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বিএনপি সমর্থিত প্রার্থীদের নির্বাচন বর্জন করার ব্যাপারে ঢাকা উত্তরের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক বলেছেন, তারা দলীয় সিদ্ধান্তে ভোট বর্জন করেছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১টায় রাজধানীর মিরপুরের শাহ আলী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।



তিনি আরও বলেন, আমি সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ঘুরছি। মানুষ স্বাচ্ছন্দ্যে ভোট প্রদান করছেন।

এর আগে বনানীতে বনানী মডেল স্কুল, টিএন্ডটি বালিকা উচ্চ বিদ্যালয়, উত্তরায় উত্তরা উচ্চ বিদ্যালয়, নওয়াব হাবীবুল্লাহ  মডেল স্কুল অ্যান্ড কলেজ, পল্লবীতে পল্লবী মাজেদুল ইসলাম উচ্চ বিদ্যালয়, ডক্টর মো. শহীদুল্লাহ উচ্চ বিদ্যালয় ও মিরপুরের কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন আনিসুল হক।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫/আপডেট সময়: ১৪৫৫ ঘণ্টা
এসকে/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।