জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী তার পদ থেকে পদত্যাগ করেছেন।
সোমবার (১ সেপ্টেম্বর) তিনি দলের চেয়ারম্যানের কাছে একটি চিঠি দিয়ে পদত্যাগের কথা জানান।
চিঠিতে দেলোয়ার জালালী লিখেছেন, তিনি ২০১৮ সালের ৫ এপ্রিল জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে যোগদান করেছিলেন। এরশাদের মৃত্যুর পর থেকে তিনি জি এম কাদেরের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি দলের প্রেস উইং-এর ব্যর্থতা ও দুর্বলতা নিয়ে যে আলোচনা উঠেছে, তার দায় তিনি এড়াতে পারেন না। তিনি ব্যক্তিগত অসুবিধার কারণে পদত্যাগ করছেন।
জালালী তার চিঠিতে জি এম কাদেরের সাফল্য, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেছেন।
ইএসএস/এমজেএফ