ঢাকা, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

সম্মিলিত পেশাজীবী পরিষদের কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪০, সেপ্টেম্বর ১, ২০২৫
সম্মিলিত পেশাজীবী পরিষদের কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহকে আহ্বায়ক করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সম্মেলন ও কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে আগামী ৯০ দিনের মধ্যে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানের জন্য ১১ জনের কমিটি করা হয়েছে।

কমিটিতে রয়েছেন আহ্বায়ক ইসমাইল জবিউল্লাহ, সদস্য ব্যারিস্টার কায়সার কামাল (আইনজীবী ফোরাম), প্রফেসর ড. মোর্শেদ হাসান খান (ইউট্যাব), কাদের গনি চৌধুরী (বিএফইউজে), ইঞ্জি. শাহরিন ইসলাম তুহিন (এ্যাব), ডা. জহিরুল ইসলাম শাকিল (ড্যাব), প্রফেসর আবদুস সালাম (সাদা দল, ঢা. বি.), প্রফেসর মোস্তাফিজ (এইবি), জাকির হোসেন (শিক্ষক কর্মচারী ঐক্যজোট), রফিকুল ইসলাম (জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট), মোকসেদুল মোমেনিন মিথুন (আমরা বিএনপি পরিবার)।

কৃষিবিদ মোকসেদুল মোমেনিন মিথুন এই কমিটির দাপ্তরিক দায়িত্ব পালন করবেন বলেও জানানো হয়েছে।

সদস্য বিদায়ী কমিটির আহ্বায়ক ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন ও সদস্যসচিব ছিলেন সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী।

এনডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।