ঢাকা, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ভোটার দেখে খুশি বার্নিকাট, হতাশ সংঘর্ষের খবরে

বিশেষ সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫০, এপ্রিল ২৮, ২০১৫
ভোটার দেখে খুশি বার্নিকাট, হতাশ সংঘর্ষের খবরে ছবি: নাজমুল হাসান - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনী কেন্দ্র পরিদর্শনের পর ভোটারের উপস্থিতি দেখে খুশি আর বিভিন্ন স্থানে নির্বাচনী সংঘাতের খবর শুনে হতাশা ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট।
 
মঙ্গলবার (২৮ এপ্রিল) বনানীর বিদ্যা নিকেতন স্কুল কেন্দ্র পরিদর্শনের পর বার্নিকাট উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, অনেক মানুষ ভোট দিতে কেন্দ্রে আসছে এটা অত্যন্ত খুশির খবর।

তবে কোথাও কোথাও সংঘর্ষের খবর শুনছি, যা হতাশাজনক।

বিএনপি’র মাঝপথে ভোট বর্জন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নির্বাচন কমিশন দেখবে।

‘সরকার একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ, আর জনগণ সেটাই চাইছে,’ বলেন বার্নিকাট।

নির্বাচনকে কেন্দ্র করে আর কোনো সহিংসতা হবে না এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

ভোট দিতে সাধারণ মানুষের কেন্দ্রে কেন্দ্রে যাওয়ার বিষয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। তিনি বলেন, এর মধ্য দিয়েই একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব।

ভোটাররা যাতে তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে সরকার সচেষ্ট থাকবে বলেও আশা প্রকাশ করেন মার্সিয়া বার্নিকাট।
US_Ambasedor_1
বাংলাদেশ সময় ১৩৫০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এমএমকে‍

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।