ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

দ্বিতীয় দিনের মতো প্রচারণায় মির্জা আব্বাসের স্ত্রী

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫১, এপ্রিল ৯, ২০১৫
দ্বিতীয় দিনের মতো প্রচারণায় মির্জা আব্বাসের স্ত্রী গতকালের তোলা ছবি: দীপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে দ্বিতীয় দিনের মতো প্রচারণা শুরু করেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকাল সোয়া দশটায় তিনি শান্তিবাগ স্কুলের সামনে থেকে প্রচারণা শুরু করেন।

এসময় তাকে  লিফলেট বিতরণ করতে দেখা যায়। তার সঙ্গে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী রয়েছেন।

শান্তিবাগ থেকে গুলবাগ, সেখান থেকে চামেলীবাগ, মালিবাগ ও সর্বশেষ শান্তিনগরে গিয়ে প্রচারণা শেষ করবেন তিনি। আজই বিকেলে আবারও আফরোজা আব্বাসের প্রচারণায় নামার কথা রয়েছে।

বুধবার (০৮ এপ্রিল) সকালে দক্ষিণ গোড়ানের শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে প্রচারণা শুরু করেন আফরোজা আব্বাস।

পরে সাংবাদিকদের তিনি বলেন, যেসব নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণা চালাবেন তাদের নামে অনেক মামলা। নেতাকর্মীদের জামিনের চেষ্টা কর‍া হচ্ছে। আমরা আশা করি, নির্বাচন কমিশন একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে যেন নির্বাচনী প্রচারণার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়। কেবল সরকার দলীয় নেতারাই নির্বাচনী প্রচারণার পরিবেশ পেলে সুষ্ঠু নির্বাচন হওয়ার সুযোগ কমে যাবে

জামিন হওয়ার সঙ্গে সঙ্গে আব্বাস নিজেও নির্বাচনী প্রচারণায় নামবেন বলে জানান তিনি।

** দ্বিতীয় দিনেও প্রচারণায় নামবেন আফরোজা আব্বাস
** নির্বাচনী প্রচারণায় মির্জা আব্বাসের স্ত্রী

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
এনএইচএফ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।