ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

প্রতি ফোঁটা রক্তের জবাব দেওয়ার হুমকি জামায়াতের

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৮, এপ্রিল ৬, ২০১৫
প্রতি ফোঁটা রক্তের জবাব দেওয়ার হুমকি জামায়াতের

ঢাকা: সময়ের ব্যবধানে প্রতি ফোঁটা রক্তের জবাব কড়ায়-গণ্ডায় আদায়ের হুমকি দিয়েছে ঢাকা মহানগর জামায়াত। সোমবার সুপ্রিম কোর্টে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসির দণ্ডাদেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ার পর তারা এই কড়‍া হুঁসিয়ারি দিলো।



দুপুরে মহানগর জামায়াতের প্রচার সহকারী এম আলাউদ্দিন আরমান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, মৃত্যুদণ্ড বহালের এ রায়ের প্রতিবাদে সোমবার রাজধানীর বিভিন্ন স্পটে বিক্ষোভ করেছে জামায়াতের কর্মীরা।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে নেতারা বলেছেন, কামারুজ্জামান রাজনৈতিক প্রতিহিংসার শিকার। সময়ের ব্যবধানে প্রতি ফোঁটা রক্তের জবাব কড়ায়-গণ্ডায় আদায় করা হবে।

সোমবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ রিভিউয়ের রায় ঘোষণা করেন। রায়ে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেওয়া হয়
   
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫
এসএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।