ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

গাইবান্ধায় বিএনপি-জামায়াতের কর্মীসহ গ্রেফতার ১৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৭, এপ্রিল ৫, ২০১৫
গাইবান্ধায় বিএনপি-জামায়াতের কর্মীসহ গ্রেফতার ১৪

গাইবান্ধা: গাইবান্ধায় চলমান বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের পাঁচ কর্মীসহ ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।   

শনিবার রাত থেকে রোববার (৫ এপ্রিল) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।  

জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন বাংলানিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির তিন ও জামায়াতের দুই কর্মী রয়েছে। এদের নামে থানায় নাশকতার মামলা রয়েছে। জেলার পলাশবাড়ী উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।  

বাকিদের বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে শনিবার (৪ এপ্রিল) জেলার গোবিন্দগঞ্জের ফুলহার গ্রামে খাস জমি নিয়ে সংঘর্ষে কৃষক হাতেম আলী হত্যাকাণ্ডে দায়ের হওয়া মামলার দুই আসামিও রয়েছে।

তারা হচ্ছেন-উপজেলার বানহালি গ্রামের ইউনুস আলীর ছেলে আবুল কাশেম ও পশ্চিম বানহালি গ্রামের মোনতাজ আলীর ছেলে মইন উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৫
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।