সিলেট: সিলেটের বিশ্বনাথে জাতীয় পার্টির (জাপা) দুই গ্রুপের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। আসন্ন সম্মেলনের প্রস্তুতির দায়িত্ব দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
শুক্রবার (০৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় উপজেলা জাপা নেতা সিতাব আলী ও আরশ আলী গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সম্মেলনের প্রস্তুতি উপলক্ষে জেলা জাপা নেতাদের অভিনন্দন জানিয়ে শুক্রবার বিকেলে উপজেলার অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে আরশ গ্রুপ। মিছিলটি বাসিয়া সেতু সংলগ্ন সড়কে পৌঁছালে তাদের উপর হামলা চালায় সিতাব গ্রুপের নেতাকর্মীরা।
এসময় দুই গ্রুপের নেতাকর্মীরা একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে ১২ জন আহত হয়েছেন।
আহতরা হলেন জাপা নেতা সিতাব আলী, সুহেল আহমদ, আব্দুল হান্নান, মঞ্জুর আহমদ, শামিম, সোহাগ আহমদ, জালাল, ব্যবসায়ী মনোফর আলী, আজাদ আলী, নাঈম মিয়া, জুয়েল আহমদ ও আবদুল কালাম।
এ বিষয়ে দলীয় সূত্র জানায়, উপজেলা জাপার আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া এবং জেলার আহ্বায়ক আবদুল্লাহ সিদ্দিকী সমর্থিত নেতাকর্মীর মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে ইয়াহইয়া সমর্থিত সিতাব আলী গ্রুপ ও আব্দুল্লাহ সমর্থিত আরশ আলী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৫