নাটোর: নাশকতার মামলায় নাটোর সদর থানা জামায়াতের সেক্রেটারি হারুন অর রশীদকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (০৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার একডালা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় হারুনের নামে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গ্রেফতার হওয়া জামায়াত নেতাকে দুপুরে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৫