ঢাকা: আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপি চক্রান্ত করতে পারে বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শুক্রবার (০৩ এপ্রিল) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলেন, আপনারা (বিএনপি) নির্বাচনে অংশ নেবেন, এজন্য আমি স্বাগত জানাই। কিন্তু এ নির্বাচনে অংশগ্রহণের নামে কোনো চক্রান্ত করবেন না।
তিনি বলেন, খালেদা জিয়া ৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নিয়ে এখন এর মাশুল দিয়ে যাচ্ছেন। তার (খালেদা) দল নিঃশেষের পথে, তার কথা দলের কেউ আর শুনে না, এমনকি মানেও না।
‘৫ জানুয়ারির নির্বাচন যেভাবে আপনি (খালেদা) বানচাল করতে পারেননি, সেভাবে কোনো ষড়যন্ত্র করে সিটি নির্বাচনকেও বানচাল করা যাবে না। নির্বাচন হবেই, এ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে,’ দাবি করেন মোহাম্মদ নাসিম।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি জোট যেভাবে পেট্রোল বোমায় পুড়িয়ে মানুষ হত্যা করেছে, এর জবাব মানুষ এই সিটি নির্বাচনে ভোটের মাধ্যমে দেবে।
আলেমদের প্রতি আহ্বান জানিয়ে অনুষ্ঠানের বিশেষ অতিথি নৌমন্ত্রী শাজাহান খান বলেন, দেশে যেন ধর্মের অপব্যবহার না হয় সেজন্য আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ হতে হবে।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, একটি গোষ্ঠী আলেম–ওলামাদের বদনাম করে চলছে, যারা ধর্মের অপব্যবহার, মিথ্যা কথা ও মিথ্যা বর্ণনা করে তারা স্বার্থের জন্য ধর্মকে ব্যবহার করে। প্রকৃতপক্ষে তারা আলেম নয়।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, বিএনপি জোটের ডাকা হরতাল-অবরোধ দেশের কোথাও পালন হচ্ছে না, তারপরও তারা হরতাল-অবরোধ করে যাচ্ছে।
পার্টির সভাপতি মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন-আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম ও উপ কমিটির সদস্য এম এ করিম।
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৫