ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

‘সিটি নির্বাচন প্রহসনের হলে পরিণাম ভয়াবহ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩১, এপ্রিল ৩, ২০১৫
‘সিটি নির্বাচন প্রহসনের হলে পরিণাম ভয়াবহ’ ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সুপ্রিমকোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন সরকারকে হুঁশিয়ারি করে দিয়ে বলেছেন, আসন্ন সিটি করপোরেশনের নির্বাচন যদি ৫ জানুয়ারির মত ‘প্রহসন’ হয় তবে তার ভয়াবহ পরিণাম হবে।  

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ‘গণতন্ত্র-ভোটাধিকার আইনের শাসন মানবাধিকার ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

মেডিকেল টেকনোলোজিস্ট অ্যাসোসিয়েশন (এমট্যাব) সভার আয়োজন করে।

সরকারকে উদ্দেশে খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘৫ জানুয়ারির মতো প্রহসনের খেলা যদি আবার আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে খেলতে চান, তবে ঢাকাবাসী ও পেশাজীবী পরিষদকে সঙ্গে নিয়ে আপনাদের কঠোরভাবে মোকাবেলা করা হবে। ’

তিনি বলেন, যখন বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের আন্দোলন তুঙ্গে, তখন এ সরকার জনগণের দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে নিতে সিটি করপোরেশন নির্বাচন দিয়ে শেষ খেলাটি খেললেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সমালোচনা করে এ আইনজীবী নেতা বলেন, দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের পেশাগত দায়িত্ব ছেড়ে সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সবরকম চেষ্টা করছে।    

দেশের গণমাধ্যামগুলো সরকার নিয়ন্ত্রিত এমন মন্তব্য করে তিনি বলেন, অগণতান্ত্রিক সরকার গণতন্ত্রের লেবাস পড়ে বিরোধী দলের ওপর নির্যাতন চালাচ্ছে। তা যদি গণমাধ্যমগুলো সঠিকভাবে তুলে ধরতে পারতো, তাহলে এ সরকারের নির্যাতন সম্পর্কে বিশ্ববাসী জানতো।  

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, আপনারা যদি পুলিশকে ভয় করেন, সরকারকে ভয় করেন, তবে দল থেকে সরে দাঁড়ান। কারণ দেশের মহা সংকটকালীন সময়ে আপনারা ঘুমিয়ে থাকবেন, আরাম করবেন, পদ রাখবেন এটা হবে না। মাঠে না নামতে পারলে পদত্যাগ করুন।  

আয়োজক সংগঠনের মহাসচিব বিপ্লবউজ্জামান বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, দলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লা মিয়া, সম্মিলিত পেশাজীবী পরিষধের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, ডক্টরর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মহাসচিব রফিকুল ইসলাম বাচ্চু, সংগঠনের সাংগঠনিক সম্পাদক তানভির আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।