ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

বিএনপিকে ভুলের মাশুল দিতে হচ্ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০১, এপ্রিল ৩, ২০১৫
বিএনপিকে ভুলের মাশুল দিতে হচ্ছে পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

মুন্সীগঞ্জ: ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নেওয়ায় বিএনপিকে বর্তমানে ভুলের মাশুল দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (০৩ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকা-মুন্সীগঞ্জ সড়কের মুক্তারপুর ফেরিঘাটের পুরাতন সড়ক পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।



মন্ত্রী বলেন, সিটি করপোরেশন নির্বাচনে যেভাবে বিএনপি ও শীরকদল অংশ নিচ্ছে, একইভাবে ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নিলে দেশের পরিস্থিতি আরো ভালো থাকতো। বিএনপিকেও সংসদের বাইরে থাকতে হতো না।

বিলম্বিত বোধোদয়ের জন্য বিএনপিকে ধন্যবাদ জানিয়ে তিনি ২০ দলীয় জোটকে নাশকতামূলক কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানান।

এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।