ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

রাজনীতি

অবরোধ-হরতালের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৩, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
অবরোধ-হরতালের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ছবি: প্রতীকী

রাজশাহী: দেশব্যাপী অবরোধের নামে বিএনপি-জামায়াতের হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, বোমাবাজি ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন করেছে শ্রমিকলীগ রাজশাহী মহানগর শাখার নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করা হয়।



এতে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর সভাপতি এ. এইচ. এম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মহানগর শ্রমিক লীগের সভাপতি বদিউজ্জামান খায়ের ও সাধারণ সম্পাদক আবদুস সোহেলসহ যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় নেতারা।

মানববন্ধন চলাকালে বক্তারা অবিলম্বে অবরোধ ও হরতাল কর্মসূচি প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে এসব কর্মসূচির নামে মানুষ পুড়িয়ে হত্যা বন্ধের আহ্বান জানান। না হলে দেশ রক্ষায় রাজপথে কঠোর কর্মসূচি দিয়ে তাদের নেতাকর্মীদের মোকাবেলা করা হবে বলে হুমকি দেন।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ