ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

রাজনীতি

খালেদাকে হুকুমের আসামি করে আরো মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৫, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
খালেদাকে হুকুমের আসামি করে আরো মামলা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: বোমা হামলার ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে গুলশান থানায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে।

এ মামলায় খালেদা জিয়া ছাড়াও এজাহারনামীয় আরো ১৩ জনকে আসামি করা হয়েছে।



সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মামলাটি দায়ের করে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার অলকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন।

এর আগে সোমবারই দুপুর সোয়া ১২টায় নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে শ্রমিক, মুক্তিযোদ্ধা, পেশাজীবী সমন্বয় পরিষদের খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে বোমা হামলা হয়। ওই ঘটনারই জেরে  মামলা দায়ের করা হয় রাতে।

গুলশান থানার ওসি (তদন্ত) ফিরোজ কবির বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

টানা অবরোধ কর্মসূচি শুরুর পর এ পর্যন্ত খালেদা জিয়াকে হুমুকের আসামি করে দেশের বিভিন্ন স্থানে আরো কয়েকটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ