ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

রাজনীতি

সরকারকে পদত্যাগ করতে জামায়াতের আহবান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৪, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
সরকারকে পদত্যাগ করতে জামায়াতের আহবান

ঢাকা: সরকারকে দ্রুত পদত্যাগ করার আহবান জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহবান জানান সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান।



সংগঠনের কেন্দ্রীয় প্রচার বিভাগের সহকারী এম.আলম স্বাক্ষরিত এই বিবৃতিতে তিনি বলেন, সরকার ক্ষমতায় থাকার যত চেষ্টা করবে সংকট তাতে আরো বাড়বে।

সরকারের পদত্যাগই সংকটের একমাত্র সমাধান বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

২০ দলীয় জোট ঘোষিত সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে সর্বাত্মক সফল করে আন্দোলন চূড়ান্ত সাফল্যের দিকে নিয়ে সরকারকে পদত্যাগে বাধ্য করতে দেশবাসীর প্রতি আহবানও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ