ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

রাজনীতি

সিরাজগঞ্জে ট্রাক ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০১, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
সিরাজগঞ্জে ট্রাক ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

সিরাজগঞ্জ: ২০ দলীয় জোটের ডাকা অবরোধ ও হরতালে সিরাজগঞ্জে ট্রাক ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এছাড়াও একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপের চেষ্টা করা হয়।



সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে ও সকালে সদর উপজেলার চন্ডিদাসগাঁতী ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কে এ ঘটনা ঘটে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর ইমাম বাংলানিউজকে জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের চন্ডিদাসগাঁতী কবরস্থানের কাছে চার/পাঁচজন পিকেটার একটি ট্রাকে পেট্টোল বোমা নিক্ষেপ করে। তবে সেটি বিস্ফোরিত না হওয়ায় একটি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে গেলে পেট্টোল বোমাটি উদ্ধার করা হয়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালুদ্দিন জানান, সকাল ৭টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের সীমান্তবাজার এলাকায় কয়েক দুর্বত্ত একটি ট্রাকে ঢিল ছোড়ে। এতে ট্রাকের গ্লাস ভেঙে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে, সিরাজগঞ্জে ঢিলেঢালাভাবে হরতাল পালিত হচ্ছে। জেলা সদর থেকে দূরপাল্লার কোনো যান চলাচল না করলেও আভ্যন্তরীণ রুটে কিছু বাস ও মহাসড়কে পণ্যবাহী ট্রাক চলাচল করছে। শহরের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান আংশিক বন্ধ রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।